রাঙ্গামাটি পৌরসভা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন: রাঙ্গামাটি পৌরসভার আয়তন ৬৪.৭৫ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা: ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গামাটি পৌরসভার লোকসংখ্যা ৭৮,৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ৪৩,৭৬৩ জন এবং মহিলা ৩৪,৮২৪ জন।
অবস্থান ও সীমানা: রাঙ্গামাটি সদর উপজেলার মধ্যাংশে রাঙ্গামাটি পৌরসভার অবস্থান। রাঙ্গামাটি জেলা সদর এ পৌরসভায় অবস্থিত। এর উত্তরে সাপছড়ি ইউনিয়ন, পশ্চিমে সাপছড়ি ইউনিয়ন ও মগবান ইউনিয়ন, দক্ষিণে কাপ্তাই হ্রদ এবং পূর্বে কাপ্তাই হ্রদ ও বালুখালী ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস: রাঙ্গামাটি শহরের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৬৭ সালে টাউন কমিটি গঠিত হয়। এ কমিটি ১৯৭১ সাল পর্যন্ত কার্যকর ছিল। ১৯৭২ সালে রাঙ্গামাটি ও ঝগড়াবিল মৌজার ৬৪.৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রাঙ্গামাটি পৌরসভা গঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান ছিলেন ছৈয়দ তফাজ্জল হোসেন। এ পৌরসভাকে ১৯৮৭ সালের ২০ সেপ্টেম্বর খ শ্রেণী এবং ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি ক শ্রেণীতে উন্নীত করা হয়।
প্রশাসনিক এলাকা: রাঙ্গামাটি পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।
জনপ্রতিনিধি: পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং কাউন্সিলর এলাকার নাম
১নং ওয়ার্ড হেলাল উদ্দিন জালিয়া পাড়া, পুরাণ পাড়া
২নং ওয়ার্ড করিম আকবর নিউ রাঙ্গামাটি
৩নং ওয়ার্ড পুলক দে পুলিশ লাইন
৪নং ওয়ার্ড মোহাম্মদ নুরনবী ডিয়ার পার্ক
৫নং ওয়ার্ড বাচিং মারমা আসামবস্তি, স্বর্ণটিলা, ঝগড়াবিল, বিলাইছড়ি পাড়া
৬নং ওয়ার্ড রবি মোহন চাকমা ভেদভেদী
৭নং ওয়ার্ড জামাল উদ্দিন বনরূপা, কাঁঠালতলী, ত্রিদিব নগর
৮নং ওয়ার্ড কালায়ন চাকমা রাজদ্বীপ
৯নং ওয়ার্ড সন্তোষ কুমার চাকমা গোধূলী আমানতবাগ, মৈত্রী নগর, বিহারপুর, কাটাছড়ি
শিক্ষা ব্যবস্থা: রাঙ্গামাটি পৌরসভার সাক্ষরতার হার ৭০.১০%। এ পৌরসভায় ১টি মেডিকেল কলেজ, ২টি সরকারি কলেজ, ১টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা: রাঙ্গামাটি পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এছাড়া বড়ইছড়ি-রাঙ্গামাটি সড়ক হয়েও চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে যোগাযোগ করা যায়। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী: রাঙ্গামাটি পৌরসভার মূল জলাশয় কাপ্তাই হ্রদ।
হাট-বাজার: রাঙ্গামাটি পৌরসভার প্রধান হাট-বাজার হল রাঙ্গামাটি নতুন বাজার, তবলছড়ি বাজার ও রিজার্ভ বাজার।
দর্শনীয় স্থান: কাপ্তাই হ্রদ পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু আসামবস্তি ব্রীজ উপজাতীয় যাদুঘর